অচেনা ভালবাসা
- Abu Hena Kamal
- Mar 5, 2018
- 1 min read
তোমাকে হারাতে হবে যেনেও ভালবাসি,
নিশ্বাস ফেলি তোমার চিবুকে।
যতবার ভাবনার ছন্দ পতন ঘটে,
তখনি ফিরে আস আবার ভাবনাই।
ভাবনার আকাশে উজ্জল একটা তারা,
তারা কেন তুমি নক্ষত্র।
যাকে দেখা যাই, ভালবাসা যাই,
কিন্তু ধরা যাই না।
চলার পথ অনুসরন কর,
থমকে যাই, দেখতে পাই।
অনুভবে আসো,
কিন্তু ছুতে পারি না
শিশির কনাকে ছুতে নাই জানি,
তবুও ছুতে ইচ্ছে করে,
পেতে ইচ্ছে করে তোমার কমল অনুভতি।
Yorumlar