এক ফোটা নোনা জল ছুঁয়ে দেয় হৃদয়ের উষ্ণতা,
যেখানে পড়ন্ত বিকালের ছায়া নেমে আসে,
আসে অজানা কিছু সুখের অনুভূতি।
যা মাতাল কোরে দেয় মনকে,
খুজে ফেরে ওই অশান্ত শরীরটা,
একটু প্রশান্তির ছায়া খোঁজে,
খোঁজে ভালাবাসা ভরা ঠোঁট।
যে ঠোঁট ক্লান্ত আমার তৃষ্ণা মেটাই,
মেটাই আমার মনের অজানা বাসনা,
পেতে চাই তোমার ওই উষ্ণ চুম্বন।
জোস্না রাতে ভালোবাসার শুকতারা কে আকাশে ভাসিয়ে দিয়ে,
বার বার বলতে থাকি,
তুমি যেয়ো না,
তুমি যেয়ো না অনেক দূরে।
হারিয়ে যাই ওই কষ্টের ধূপছায়ার দিকে,
যেখানে বসে আছো লাল শাড়ী পড়ে,
দূর্বা ঘাসের শিশির টিপ কপালে দিয়ে।
ছুতে ইচ্ছে করে, পারি না, ভয় হয়,
যদি তোমার কপালের টিপ মুছে যাই।
ওটা যে আমার,
আমাকে ফিরিয়ে নিয়ে যাই,
তোমার ওই বসন্ত রাঙ্গানো মনে।
Comments