top of page

আমন্ত্রন

  • Writer: Abu Hena Kamal
    Abu Hena Kamal
  • Mar 5, 2018
  • 1 min read

অদ্ভুত সব ভাললাগা নিয়ে, ঘুরে আসি স্বপ্নের ধুসর আঙ্গিনায়,

ফিরে ফিরে চাই তোমার কাছে আসার পথের দিকে,

উজ্জ্বল জোস্না রাতে শীতে পড়ে যাওয়া গাছের পাতার মতো,

মাঝে মাঝে লাল হয়ে যায় মলিন মুখটা,

খুঁজে ফিরি তোমার ওঁই চোখ, তোমার ওঁই তৃষ্ণার্ত ঠোঁট,

মনের অজানায় ক্লান্ত ঠোঁট খুজতে থাকে তোমার বুক,

পেতে চাই তোমার উষ্ণ আমন্ত্রন, নিতে চাই দেহের ভিতরে লুকিয়ে থাকা স্বাদ।

দূর আকাশে প্রজাপতিরা খেলা করে, সাথে আছো তুমি, তোমার অবয়ব,

প্রচণ্ড শীতে দেহের কম্পন গুলো বার বার মনে করিয়ে দেয়,

তোমার কাছে না পাওয়ার কষ্ট, কাছে যাওয়ার উষ্ণ আমন্ত্রন।

ফ্রেমে আমার প্রিয়ার মুখটার দিকে বলতে থাকে, বলতে থাকে না বলা কষ্টের কথা,

বুকে জড়িয়ে কাঁপতে থাকি, সপ্নে হারিয়ে যাই তোমাকে নিয়ে,

ওঁই দূর দুরান্তে, যেখানে জোনাকিরা তারার মেলা সাজিয়ে বসে আছে।

 
 
 

Recent Posts

See All
কষ্টের নোনা জল

এক ফোটা নোনা জল ছুঁয়ে দেয় হৃদয়ের উষ্ণতা, যেখানে পড়ন্ত বিকালের ছায়া নেমে আসে, আসে অজানা কিছু সুখের অনুভূতি। যা মাতাল কোরে দেয় মনকে, খুজে...

 
 
 
অচেনা ভালবাসা

তোমাকে হারাতে হবে যেনেও ভালবাসি, নিশ্বাস ফেলি তোমার চিবুকে। যতবার ভাবনার ছন্দ পতন ঘটে, তখনি ফিরে আস আবার ভাবনাই। ভাবনার আকাশে উজ্জল একটা...

 
 
 

Comments


The Science & 

Mathematics University

© 2023 by Scientist Personal. Proudly created with Wix.com

  • Facebook Social Icon
  • LinkedIn Social Icon
  • 2c854f_cd114caf194c47b18381809436f79114
bottom of page