অদ্ভুত সব ভাললাগা নিয়ে, ঘুরে আসি স্বপ্নের ধুসর আঙ্গিনায়,
ফিরে ফিরে চাই তোমার কাছে আসার পথের দিকে,
উজ্জ্বল জোস্না রাতে শীতে পড়ে যাওয়া গাছের পাতার মতো,
মাঝে মাঝে লাল হয়ে যায় মলিন মুখটা,
খুঁজে ফিরি তোমার ওঁই চোখ, তোমার ওঁই তৃষ্ণার্ত ঠোঁট,
মনের অজানায় ক্লান্ত ঠোঁট খুজতে থাকে তোমার বুক,
পেতে চাই তোমার উষ্ণ আমন্ত্রন, নিতে চাই দেহের ভিতরে লুকিয়ে থাকা স্বাদ।
দূর আকাশে প্রজাপতিরা খেলা করে, সাথে আছো তুমি, তোমার অবয়ব,
প্রচণ্ড শীতে দেহের কম্পন গুলো বার বার মনে করিয়ে দেয়,
তোমার কাছে না পাওয়ার কষ্ট, কাছে যাওয়ার উষ্ণ আমন্ত্রন।
ফ্রেমে আমার প্রিয়ার মুখটার দিকে বলতে থাকে, বলতে থাকে না বলা কষ্টের কথা,
বুকে জড়িয়ে কাঁপতে থাকি, সপ্নে হারিয়ে যাই তোমাকে নিয়ে,
ওঁই দূর দুরান্তে, যেখানে জোনাকিরা তারার মেলা সাজিয়ে বসে আছে।
Commenti